বার্সা শিবিরে ফিরলেন কৌতিনিয়ো

বায়ার্ন মিউনিখে সফল একটি মৌসুম কাটিয়ে বার্সেলোনা শিবিরে ফিরেছেন ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 01:34 PM
Updated : 4 Sept 2020, 01:37 PM

এক বিবৃতিতে শুক্রবার ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের দলে ফেরার কথা জানায় বার্সেলোনা। এই দিন ব্যক্তিগত অনুশীলনও করেছেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে কৌতিনিয়োকে দলে টানে বার্সেলোনা। কিন্তু প্রত্যাশার দাবি মেটাতে না পারায় ২০১৯-২০ মৌসুমের জন্য তাকে ধারে পাঠানো হয় বায়ার্নে। চুক্তিতে তাকে কিনে নেওয়ার সুযোগও ছিল বুন্ডেসলিগার ক্লাবটির।

জার্মানিতে বেশ সফল ছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। বায়ার্নের হয়ে জেতেন বুন্ডেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের ৮-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে বদলি নেমে দুই গোলের পাশাপাশি একটিতে সহায়তা করেছিলেন কৌতিনিয়ো।