সুয়ারেস এলে 'শক্তি বাড়বে' ইউভেন্তুসের

অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনায় ভবিষ্যৎ অনিশ্চিত লুইস সুয়ারেসের। তার সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা হিসেবে ঘুরেফিরে আসছে ইউভেন্তুসের নাম। কাতালান ক্লাবটি ছেড়ে সদ্য সেরি আ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেওয়া আর্থার মেলো মনে করেন, সুয়ারেসকে পেলে লাভবান হবে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 02:40 PM
Updated : 3 Sept 2020, 02:49 PM

গণমাধ্যমের খবর, অনেক পরিবর্তনের ঘোষণা দেওয়া বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কুমানের পরিকল্পনায় নেই সুয়ারেস। মাঝে তার পুরনো ঠিকানা আয়াক্সেও ফেরার সম্ভাবনা নিয়ে খবর এসেছে। তবে ইউভেন্তুস গুঞ্জন সত্যি হলে আবারও ক্লাব সতীর্থ হবেন সুয়ারেস-আর্থার।

গত জুনের শেষ দিকে সাত কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেন আর্থার। দলটির হয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আসেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সুয়ারেসের ইউভেন্তুসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে।

“তার সঙ্গে আমি কথা বলিনি এবং তার বর্তমান অবস্থা কী, তাও জানি না।”

“তিনি অসাধারণ একজন ফুটবলার এবং (ইউভেন্তুসে যোগ দিলে) নিঃসন্দেহে দলের জন্য অনেক কিছু বয়ে আনবেন।”