তৃতীয় রাউন্ডে জোকোভিচ, প্লিসকোভার বিদায়

ব্রিটেনের কাইল এডমুন্ডকে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। তবে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নারী এককের শীর্ষ বাছাই কারোলিনা প্লিসকোভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 10:25 AM
Updated : 3 Sept 2020, 10:25 AM

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে বুধবার ২৫ বছর বয়সী এডমুন্ডকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান ৩৩ বছর বয়সী জোকোভিচ।

তৃতীয় রাউন্ডে ১৮তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা এই সার্বিয়ানের প্রতিপক্ষ জার্মানির ২৮তম বাছাই ইয়ান-লেনার্ড স্ট্রুফ।

পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে আরও জয় পেয়েছেন পঞ্চম বাছাই জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ, সপ্তম বাছাই বেলজিয়ামের ডেভিড গফিন, চতুর্থ বাছাই গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

নারী এককে ২০১৬ আসরের রানারআপ প্লিসকোভা ৬-১, ৭-৬ (৭-২) গেমে হেরে যান ফ্রান্সের কারোলিন গার্সিয়ার কাছে।

নারী টেনিসের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় অ্যাশলি বার্টি ও দুই নম্বর সিমোনা হালেপ নিজেদের সরিয়ে নেওয়ায় শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা প্লিসকোভা।

তবে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন চার নম্বর বাছাই নাওমি ওসাকা, ছয় নম্বর বাছাই পেত্রা কেভিতোভা, আট নম্বর বাছাই পেত্রা মার্তিচ।