আয়াক্স থেকে ইউনাইটেডে ডি বিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020 11:31 PM BdST Updated: 02 Sep 2020 11:31 PM BdST
আয়াক্স থেকে ডাচ মিডফিল্ডার ডনি ফন ডি বিককে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের দলটি। পাশাপাশি আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়।
তাকে দলে টানতে কত খরচ হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে অঙ্কটা সাড়ে তিন কোটি পাউন্ড।
আয়াক্সের যুব পর্যায় থেকে উঠে আসা ডি বিক মূল দলের হয়ে খেলেছেন ১৭৫ ম্যাচ। গোল করেছেন ৪১টি। ২০১৮-১৯ মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
গ্রীষ্মের দলবদলে এই প্রথম কোনো খেলোয়াড়কে দলে টানল উলে গুনার সুলশারের দল।
নতুন মৌসুমে আগামী ১৯ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’