লাইপজিগের প্রথম ম্যাচে মাঠে ফিরবে দর্শক

বুন্ডেসলিগার প্রথম দল হিসেবে নিজেদের স্টেডিয়ামে দর্শক ফেরানোর সবুজ সংকেত পেয়েছে লাইপজিগ। আপাত যদিও তা মাত্র এক ম্যাচের জন্য। নতুন মৌসুমে দলটির প্রথম লিগ ম্যাচে সাড়ে আট হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 04:56 PM
Updated : 1 Sept 2020, 04:56 PM

লাইপজিগ শহরের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার ক্লাবটিকে জানায়, কোভিড-১৯ আক্রান্তের হার এখনকার অবস্থায় থাকলে আগামী ২০ সেপ্টেম্বর মাইন্সের বিপক্ষে ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে পারবে।

সব দর্শককে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং ৪২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বসতে হবে। সবার ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে এবং স্থানীয় বাসিন্দা হতে হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে গত মৌসুমে খেলা স্থগিত হয়ে যাওয়ার পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে ফিরেছিল বুন্ডেসলিগা। খেলা হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে।