বিদেশি খেলোয়াড়হীন ফুটবল মৌসুমের প্রস্তাব ক্লাবগুলোর
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020 08:35 PM BdST Updated: 01 Sep 2020 08:35 PM BdST
স্থানীয় খেলোয়াড়দের সুযোগ বাড়াতে একাদশে বিদেশিদের রাশ টেনে ধরার প্রস্তাব অতীতেও এসেছে। কিন্তু ঘরোয়া ফুটবলের জৌলুস বাড়াতে, বিদেশিদের সঙ্গে টক্কর দিয়ে স্থানীয়দের উন্নতির সুযোগ করে দিতে সে দাবিতে সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনাভাইরাসের কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। সময়মতো খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তার বিষয়টি মাথায় রেখে ঘরোয়া ফুটবলের ২০২০-২১ মৌসুমে বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাব দিয়েছে ক্লাবগুলো।
গত মৌসুমের খেলোয়াড়দের পাওনা এবং নতুন মৌসুমের চুক্তিসহ আরও অনেক বিষয় নিয়ে ক্লাবগুলোর সঙ্গে মঙ্গলবার বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। সেখানেই ক্লাবগুলোর পক্ষ থেকে বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বাফুফে।
করোনাভাইরাসের কারণে শুরুতে ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ স্থগিত করার পর শেষ পর্যন্ত মৌসুমই বাতিল করে দেয় বাফুফে। গতবার প্রতিটি দল পাঁচ জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করানোর অনুমতি পেয়েছিল। এদের মধ্যে একজনের এশিয়ান কোটায় থাকার বাধ্যবাধকতা ছিল।
মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় লিগের জৌলুস যেমন বাড়ায়, তেমনি স্থানীয় খেলোয়াড়দের আরও উন্নতি করার মানসিকতা তৈরি করে। গত লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলে গেছেন কোস্টা রিকার হয়ে বিশ্বকাপ খেলা দেনিয়েল কলিনদ্রেস সোলেরার মতো তারকা।
করোনাভাইরাস পরিস্থিতির কারণেই এবার ক্লাবগুলো এমন প্রস্তাবনা দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
“কোভিড-১৯ এর কারণে এখনও অনেক ক্লাব তাদের আগের বিদেশি খেলোয়াড়ই বিদায় করতে পারেনি। আগামী মৌসুম যখন শুরু হবে, তখন করোনাভাইরাস পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, এই খেলোয়াড়দের ক্লাবগুলো সময়মতো পাবে কিনা, ভিসা জটিলতা থাকবে কিনা, পরিবর্তিত পরিস্থিতিতে এইসব বিষয় বিবেচনা করে বেশ কিছু ক্লাব বিদেশি ছাড়া মৌসুমের প্রস্তাব রেখেছে।”
“শুধু দেশি খেলোয়াড় খেলতে দিলেও আমাদের আপত্তি নেই। বিদেশি খেলোয়াড়দের খেলতে দিলেও আমাদের আপত্তি নেই। সবাই যেটা চায়, আমরাও সেটার পক্ষে।”
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেক বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি বিদেশি খেলোয়াড় নতুন মৌসুমে খেলার সুযোগ পাবে কিনা, তা বাফুফের ন্যাশনাল টিমস কমিটি চূড়ান্ত করবে বলে জানিয়েছে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড