আরও এক মৌসুম মিলানে ইব্রাহিমোভিচ

কদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মৌসুমে এসি মিলানের হয়েই খেলবেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 09:06 AM
Updated : 1 Sept 2020, 09:06 AM

আগামী ৩ অক্টোবর ৩৯ বছর পূর্ণ করতে যাওয়া সুইডিশ এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তির বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় মিলান।

২০১৯-২০ মৌসুমের প্রথম অংশ খুব একটা ভালো কাটেনি মিলানের। গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে ছয় মাসের চুক্তিতে ইব্রাহিমোভিচ ফেরার পর বদলে যেতে থাকে দলটি। সব প্রতিযোগিমতা মিলে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে মৌসুম শেষ করে তারা। সেরি আয় পয়েন্ট তালিকার ছয়ে থেকে নিশ্চিত করে ইউরোপা লিগের বাছাই পর্বে খেলা।

২০১০ সালে প্রথম মেয়াদে দলটিতে যোগ দিয়ে ৮৫ ম্যাচে ৫৬ গোল করা ইব্রাহিমোভিচ এবার ২০ ম্যাচে করেছেন ১১ গোল।

২০১৮ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেওয়ার আগে আয়াক্স, ইউভেন্তুস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজির ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ।

সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মিলান ২০১১ সালের পর থেকে বড় কোনো শিরোপা জেতেনি। সেবারই তারা জিতেছিল নিজেদের ১৮ সেরি আ শিরোপার সবশেষটি।

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দলটিকে সবশেষ দেখা গিয়েছিল ২০১৩-১৪ আসরে।