ইউএস ওপেনে করোনাভাইরাসের ছোবল

ইউএস ওপেন শুরুর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন একজন খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 11:02 AM
Updated : 31 August 2020, 11:02 AM

এক বিবৃতিতে রোববার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। তবে আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।

গণমাধ্যমের খবর, আক্রান্ত খেলোয়াড় হলেন ফ্রান্সের ১৭তম বাছাই বেনোয়া পেয়া। 

তার জায়গায় স্পেনের মার্সেল গ্রানোইয়ের্সকে নিয়ে পুরুষ এককের ড্র হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল, গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো, বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড় অ্যাশলি বার্টিসহ আরও অনেকে।

কোভিড-১৯ মহামারীতে ফরাসি ওপেন ও উইম্বলডন স্থগিতের পর শুরু হচ্ছে ইউএস ওপেন। সোমবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে এই গ্র্যান্ড স্ল্যাম।