রিয়ালের ছেলেদের রেকর্ড স্পর্শ লিওঁর মেয়েদের

নারী ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে অলিম্পিক লিওঁ। জার্মানির ক্লাব ভলফসবুর্ককে হারিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের ৬০ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছে লিওঁর মেয়েরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 09:24 AM
Updated : 31 August 2020, 09:25 AM

স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের আনোয়েতা স্টেডিয়ামে রোববারের শিরোপা লড়াইয়ে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া লিওঁ জেতে ৩-১ ব্যবধানে।

ফরাসি ফরোয়ার্ড ইজেনি লে সোমের ও জাপানের মিডফিল্ডার সাকি কুমাগাইয়ের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটি গোল শোধ করেন জার্মানির স্ট্রাইকার আলেকসান্ড্রা পোপ। শেষ দিকে লিওঁর জয়সূচক গোলটি করেন আইসল্যান্ডের মিডফিল্ডার সারা গুননারসডটটির।

২০০১ সালে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে লিওঁ প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ২০১১ সালে। পরের বছর আবারও শিরোপাটি জেতার পর তিন বছর বিরতি দিয়ে ২০১৬ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরাসি ক্লাবটি। এরপর আর মুকুট হাতছাড়া করেনি দল।

পুরুষ ফুটবলের ইউরোপ সেরা প্রতিযোগিতা ১৯৫৫ সালে শুরুর পর প্রথম পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। সেই রেকর্ডটিই স্পর্শ করল লিওঁ।

নারী চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটিও লিওঁর, সাতবার। তাদের চেয়ে বেশ পিছিয়ে জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুর্ট।