করোনাভাইরাসে আক্রান্ত সাবেক তারকা ফুটবলার আসলাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2020, 09:50 AM
Updated : 30 August 2020, 10:48 AM

কদিন ধরে হালকা জ্বর ছিল। পারিবারিক ডাক্তারের পরামর্শে আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা করিয়েছিলেন। পরিবারের সবার কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আসলাম।

“হালকা জ্বর-কাশি ছিল। পারিবারিক ডাক্তারের পরামর্শে তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। পরিবারের সবার (আমার, স্ত্রী, মেয়ে ও শাশুড়ি) পজিটিভ এসেছে।”

“তবে শারীরিকভাবে খুব একটা সমস্যা অনুভব করছি না। ভালো আছি। ডাক্তার যে চিকিৎসাপত্র দিয়েছেন, সেটাই অনুসরণ করছি। বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ভিক্টোরিয়া স্পোর্টিংয়ে ১৯৭৭ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা আসলামের সোনালি সময় কেটেছে আবাহনী লিমিটেডের হয়ে। ১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত আবাহনীর হয়ে খেলা এই স্ট্রাইকার মাঝে একটা মৌসুম (১৯৯২-৯৩) খেলেন প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ে।

জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশের হয়ে ২৮টি আন্তর্জাতিক গোল করা আসলাম ২০০০ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।