রেকর্ড ট্রান্সফার ফিতে লিডসে রদ্রিগো

স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো মোরেনোকে দলে টেনেছে লিডস ইউনাইটেড। নিজেদের রেকর্ড ট্রান্সফার ফি দুই কোটি ৬০ লাখ পাউন্ডে ভালেন্সিয়া থেকে এই ফুটবলারকে এনেছে প্রিমিয়ার লিগের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 10:25 AM
Updated : 29 August 2020, 10:31 AM

২৯ বছর বয়সী রদ্রিগোর সঙ্গে চার বছরের চুক্তি করেছে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডস।

লিডসের আগের সবচেয়ে দামি খেলোয়াড় ছিল রিও ফার্দিনান্দ। ২০০০ সালে ওয়েস্ট হ্যাম থেকে এই ডিফেন্ডারকে এক কোটি ৮০ লাখ পাউন্ডে কিনেছিল তারা।

২০১৪ সাল থেকে লা লিগার ক্লাব ভালেন্সিয়ার হয়ে খেলা রদ্রিগো দলটির হয়ে ২২০ ম্যাচে ৫৯ গোল করেছেন। ২০১৮-১৯ মৌসুমে ভালেন্সিয়ার কোপা দেল রে শিরোপা জয়ে রাখেন বড় অবদান।

২০১৪ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ব্রাজিলে জন্ম নেওয়া রদ্রিগোর। এখন পর্যন্ত ২২ ম্যাচে করেছেন ৮ গোল।

১০ পয়েন্টে এগিয়ে থেকে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নশিপ জেতে লিডস। এতে ২০০৪ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের শীর্ষে লিগে জায়গা করে নেয় তারা।