চেলসিতে চিয়াগো সিলভা

গত কয়েক দিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো; ব্রাজিলিয়ান ডিফেন্ডার চিয়াগো সিলভাকে দলে টেনেছে চেলসি। ৩৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 11:58 AM
Updated : 28 August 2020, 11:58 AM

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিলভাকে ‘ফ্রি ট্রান্সফার’-এ পেয়েছে চেলসি। শুক্রবার এক বিবৃতিতে দলটি জানায়, সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

প্যারিসের দলটির হয়ে আট মৌসুমে সাতটি লিগ ওয়ানসহ মোট ২৩টি শিরোপা জেতেন তিনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ছিল  দলটির হয়ে তার শেষ ম্যাচ।

এ নিয়ে গত তিন দিনে তিন জন ডিফেন্ডারকে দলে টানল চেলসি। গত বুধবার লেস্টার সিটি থেকে লেফট-ব্যাক বেন চিলওয়েলকে দলে টানে তারা। পরের দিন দলে টানে ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার মালং সাঁকে।

এর আগে আয়াক্স থেকে ২৭ বছর বয়সী মিডফিল্ডার হাকিম জিয়াশ এবং লাইপজিগ থেকে স্ট্রাইকার টিমো ভের্নারকে দলে ভেড়ায় তারা।

সব মিলিয়ে এই গ্রীষ্মে পঞ্চম ফুটবলার হিসেবে চেলসিতে যোগ দিলেন সিলভা।