চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোল রোনালদোর

ইউভেন্তুসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার ব্যর্থতা হয়েছে সঙ্গী। তবে দারুণ এক গোলে সমর্থকদের মন ঠিকই কেড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে এবারের আসরের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিওঁর বিপক্ষে তার দূরপাল্লার একটি গোল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2020, 08:47 PM
Updated : 27 August 2020, 09:16 PM

উয়েফার ওয়েবসাইটে দেওয়া প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের মধ্যে সেরা বাছাই করেছে ফুটবলপ্রেমীরা। চার লাখের বেশি ভোট পড়েছে বলে বৃহস্পতিবার জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

সবচেয়ে বেশি ভোট পেয়েছে শেষ ষোলোর ফিরতি লেগে লিওঁর বিপক্ষে রোনালদোর করা দ্বিতীয় গোলটি। ঘরের মাঠে ম্যাচটির দ্বিতীয়ার্ধে ডি-বক্সের বাইরে বল পেয়ে এক-পা দু-পা এগিয়ে আচমকা জোরালো শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

তার জোড়া গোলে ওই ম্যাচে ২-১ ব্যবধানে জিতলেও কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি ইউভেন্তুস। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে অ্যাওয়ে গোলে এগিয়ে যায় ফ্রান্সের দলটি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে গ্রুপ পর্বে জেনিতের বিপক্ষে লাইপজিগের ২-১ ব্যবধানে জেতা ম্যাচে মার্সেল জাবিৎসার জয়সূচক গোলটি। দ্বিতীয়ার্ধে বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অস্ট্রিয়ার এই মিডফিল্ডার।

তৃতীয় সেরা গোল হয়েছে রোনালদোর ক্লাব সতীর্থ হুয়ান কুয়াদরাদোর গোল। গ্রুপ পর্বে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-২ ড্র ম্যাচে ডি-বক্সে বল ধরে একটু এগিয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোলটি করেছিলেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।

গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে দলের ২-১ জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেস। প্রথম গোলটি সেরার তালিকায় আছে চতুর্থ স্থানে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সতীর্থের ক্রস ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নিয়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

সেমি-ফাইনালে লিওঁর বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সের্গে জিনাব্রি। তার প্রথম গোলটি সেরা পাঁচের তালিকায় পঞ্চম হয়েছে। মাঝমাঠ থেকে বাড়ানো লম্বা পাস ধরে প্রতিপক্ষের কয়েক জন খেলোয়াড়ের মধ্যে দিয়ে আড়াআড়ি ছুটে গিয়ে ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির শটে গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার।