‘সাফল্য এনে দেওয়ার জন্যই আমি মোহামেডানে’
মোহাম্মদ জুবায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2020 07:14 PM BdST Updated: 27 Aug 2020 01:08 AM BdST
দেড় যুগ হয়ে গেল দেশের শীর্ষ লিগের শিরোপা জেতেনি মোহামেডান। শোকেসে আলো ছড়ানো ১৯ ট্রফির শেষটি জিতেছে সেই ২০০২ সালে। শিরোপা লড়াই থেকে এখন অনেক দূরে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে হয়েছিল নবম! দুঃসময় পেছেনে ফেলতে তারা তাকিয়ে শন লেনের দিকে। অস্ট্রেলিয়ান এই কোচ দিলেন ভরসা, জানালেন সুদিন ফেরাতেই তিনি থেকে গেছেন মোহামেডানে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বাতিল হয়ে যাওয়া প্রিমিয়ার লিগের গত আসরে লেনের অধীনে ৬ ম্যাচের চারটিতে জেতা মোহামেডান ছিল চার নম্বরে। ৫৬ বছর বয়সী কোচ আরও দুই বছর থাকবেন দলটিতে।
২০২০-২১ মৌসুমের দলবদল, লিগের ভাবনা, চুক্তি নবায়ন নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বললেন লেন। প্রত্যয়ী কণ্ঠে জানালেন, মোহামেডানকে সাফল্য এনে দিতে মুখিয়ে থাকার কথা।
এই করোনাপরিস্থিতির মধ্যে কেমন আছেন?
শন লেন: আমি ও পরিবারের সবাই ভালো আছি। ছেলে-মেয়ে এই তো ফুটবল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গেলো। কুইন্সল্যান্ডে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। করোনাভাইরাস নিয়ে আমি খুব একটা চিন্তিত নই; কম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।
আরও দুই মৌসুমের জন্য মোহামেডানের দায়িত্ব থাকছেন। কেন?
লেন: দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছি। চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। আমি এই ক্লাবটাকে এবং এর শীর্ষ পর্যায়ে যুক্ত থাকা মানুষগুলোকে ভালোবাসি। তারা সৎ, দায়িত্বশীল এবং তাদের সঙ্গে কাজ করা সহজ।
খেলোয়াড়রাও চমৎকার। আমাদের কোনো সুপারস্টার নেই কিন্তু প্রত্যেকে কঠোর পরিশ্রমী এবং কোনো কিছু অর্জন করার বিশ্বাস তাদের আছে। আমাদের সাফল্যর সমীকরণে সহকারী কোচ জেমস ম্যাকলুনও গুরুত্বপূর্ণ…সেও স্মার্ট এবং সৎ। বাংলাদেশও দারুণ, দেশটির মানুষেরা চমৎকার এবং সত্যিকারের সংস্কৃতিমনা…সেখানে প্রতিটি দিন আমি উপভোগ করি।
দলবদলের নতুন মৌসুম শিগগিরিই শুরু হবে। আপনার পরিকল্পনা কি?
লেন: আমি সবসময় দলের শক্তি বাড়ানোর চেষ্টা করি। ক্লাব কর্তৃপক্ষ এবং কোচিং স্টাফরা একমত হয়েছে যে, মানসম্পন্ন বিদেশি খেলোয়াড়সহ মোহামেডানের মেধাবী, তরুণ এবং ক্ষুধার্ত খেলোয়াড় দরকার। আমরা কিছু স্থানীয় খেলোয়াড় দলে টেনেছি এবং যখন আমরা জানতে পারব বাফুফে কতজন বিদেশি নেওয়ার অনুমতি আমাদের দিবে, তখন আমরা চুক্তিগুলো চূড়ান্ত করব।
লেন: এই সময়ে নিজেদের অনুশীলনের মাঠ ও সুবিধা থাকলে দারুণ হবে। বাস্তবতা হচ্ছে আমরা অনেকগুলো মাঠে অনুশীলন করি এবং খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন মাঠে মানিয়ে নিতে হয়…..এটা মানসিক একটা ব্যাপার কিন্তু আমাদের মেনে নিতে হয়। এটা কোনো অজুহাত হিসেবে বলছি না।
জানি, প্রিন্স (আবু হাসান চৌধূরী) এবং নকিব (ইমতিয়াজ আহমেদ) এ মৌসুমে একটা ভালো অনুশীলন ভেন্যু নিশ্চিত করার জন্য কাজ করছে। ভালো সংগঠনের ভালো নেতৃত্ব, পরিকল্পনা এবং নির্দেশনা থাকে….মোহমেডানের সেটা আছে এবং সাফল্য পাওয়ার প্রয়োজনে খেলোয়াড়দের যেটা দরকার, সেটা দেওয়ার ব্যাপারে সবাই মনোযোগী।
২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর মোহামেডান এখনও শিরোপা জিততে পারেনি। আপনার হাত ধরে মোহামেডান কি লিভারপুল হতে পারবে? লিভারপুল যেমন গত মৌসুমে প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথম শিরোপা পেলো…।
লেন: অস্ট্রেলিয়ায় পরিবার-পরিজন রেখে আমি মোহামেডানের দায়িত্ব নিয়েছি। ক্লাব, খেলোয়াড়, বাকি কোচ এবং কোচিং স্টাফদের সামর্থ্যের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে। এই কাঠামো নিয়ে আমি নিশ্চিত, আমরা ভালো করব।
লিগ জিততে আপনার ভালো খেলোয়াড়, পরিকল্পনা এবং মৌসুম চলাকালে ভাগ্যকেও ভালোভাবে পাশে পেতে হয়। সাফল্য এনে দেওয়ার জন্যই আমি মোহামেডানে।
গত মৌসুমে শিরোপাধারী বসুন্ধরা কিংসকে হারানোর পর মোহামেডানের অনেক সমর্থকই বিশ্বাস করেন আপনার হাত ধরে তারা হারানো গৌরব নিকট ভবিষ্যতে ফিরে পাবে…
লেন: শুধু বসুন্ধরাকে হারানোই শিরোপা জয়ের মাপকাঠি নয়। প্রতিটি দলের বিপক্ষে প্রতিটি সপ্তাহে আমাদের ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন।
মোহামেডানের সমর্থকরা স্মার্ট। তারা দেখতে পারবে আমরা কি করছি। এটা কাজ চালিয়ে যাওয়ার ব্যাপার। তাদেরকে সাফল্য এনে দেওয়া ছাড়া আমরা আর কিছু চাই না। তারা সাফল্য পাওয়ার যোগ্য।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’