প্রস্তুতি ভালো হলো না সেরেনার

ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে পারফরম্যান্স ভালো হলো না সেরেনা উইলিয়ামসের। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই নারী টেনিস তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 12:33 PM
Updated : 26 August 2020, 12:33 PM

ত্রয়োদশ বাছাই গ্রীসের মারিয়া সাকারির বিপক্ষে মঙ্গলবার ৫-৭, ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হেরে ছিটকে যান সেরেনা। 

ছিটকে পড়ার পর ৩৮ বছর বয়সী যুক্তরাষ্টের এই তারকার কণ্ঠে ঝরল হতাশা। তবে এই হারের কোনো অজুহাত দেখাননি তিনি।

“কঠিন ম্যাচ ছিল। ম্যাচটি আমার জেতা উচিত ছিল। এমন হারের কোনো অজুহাত নেই।”

“কঠিন ছিল, তবে আমার জেতার অনেক সুযোগ ছিল। এই ম্যাচগুলো আবার কিভাবে জিততে শুরু করা যায়, সেই উপায় খুঁজে বের করতে হবে।”

করোনাভাইরাসের কারণে সেরা দশের ছয় নারী খেলোয়াড়ই ইউএস ওপেনের এবারের আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে তাই প্রতিযোগিতাটির ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনার আবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

আগামী সোমবার শুরু হবে প্রতিযোগিতাটি।