গ্রিসে ঝামেলায় জড়ানো ম্যাগুইয়ারকে নিয়েই ইংল্যান্ড দল

বিবাদে জড়িয়ে হয়েছিলেন আটক। পরে মুক্তি পেলেও ঝামেলা মেটেনি, চলছে শুনানি। তবুও নেশন্স লিগের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 04:07 PM
Updated : 25 August 2020, 04:58 PM

গ্রিক দ্বীপ মাইকোনোসে বিবাদে জড়িয়ে গত সপ্তাহে আটক হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। পরে অবশ্য ছাড়া পান। মঙ্গলবার আদালতে তার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। ম্যাগুইয়ার অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আগামী মাসে আইসল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য মঙ্গলবার কোচ গ্যারেথ সাউথগেট ঘোষিত ২৪ সদস্যের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার জন। লিগে নিজেদের মেলে ধরে জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিন হেন্ডারসন ও ম্যাসন গ্রিনউড, ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন এবং লিডস ইউনাইটেডের কেলভিন ফিলিপস।

আগামী ৫ সেপ্টেম্বর আইসল্যান্ডের মাঠে এবং এর তিন দিন পর ডেনমার্কের মাঠে খেলবে ইংল্যান্ড। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত নভেম্বরের পর আর মাঠে নামেনি তারা।

ইংল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ম্যানচেস্টার ইউনাইটেড), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (বার্নলি)।

ডিফেন্ডার: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), এরিক ডায়ার (টটেনহ্যাম হটস্পার), জো গোমেজ (লিভারপুল), মাইকেল কেইন (এভারটন), হ্যারি ম্যাগুইয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), কিরান ট্রিপিয়ার (আতলেতিকো মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ম্যাসন মাউন্ট (চেলসি), কেলভিন ফিলিপস (লিডস ইউনাইটেড), ডেকলান রাইস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জেমস ওয়ার্ড-প্রাউস (সাউথ্যাম্পটন), হ্যারি উইঙ্কস (টটেনহ্যাম হটস্পার)।

ফরোয়ার্ড: ট্যামি আব্রাহাম (চেলসি), ম্যাসন গ্রিনউড (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানি ইঙ্গস (সাউথ্যাম্পটন), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্কাস র‌্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জেডন সানচো (বরুশিয়া ডর্টমুন্ড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।