করোনাভাইরাস: মার্সেইয়ের আরও তিনজন সন্দেহভাজন

দলের আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে মনে করছে অলিম্পিক মার্সেই। তিনজনের মধ্যে একজন স্টাফও আছে বলে জানিয়েছে লিগ ওয়ানের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 02:42 PM
Updated : 25 August 2020, 02:42 PM

গত ২১ অগাস্ট মার্সেই-সাঁত এতিয়েন ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল লিগ ওয়ানের ২০২০-২১ আসর। কিন্তু মার্সেই তাদের দলের চারজন কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দিলে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় লিগ ওয়ান কর্তৃপক্ষ।

নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহের কথা মঙ্গলবার টুইটারে জানায় মার্সেই। বিষয়টি লিগ কর্তৃপক্ষকে জানিয়েছে তারা। দলটির আগামী রোববার ব্রেস্টওয়ার বিপক্ষের ম্যাচটিও পড়ে গেছে শঙ্কায়।

করোনাভাইরাসের কারণে ম্যাচ স্থগিত করা হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য লিগ ওয়ান কর্তৃপক্ষ একটি ‘কোভিড কমিটি’ গঠন করে। ক্লাবগুলোর কাছে পাঠানো ‘কোভিড প্রটোকলে’ বলা হয়, একটি ক্লাবে তিনজনের বেশি কোভিড-১৯ পজিটিভ হলে ম্যাচ স্থগিত করা হতে পারে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চে বিশ্বের অধিকাংশ দেশে ফুটবল স্থগিত হয়ে যায়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিই পরে মৌসুম শেষ করে; কেবল লিগ ওয়ানই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মৌসুম বাতিল করে।