চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের ৫০০

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বুন্ডেসলিগার দলটি পূরণ করেছে ৫০০ গোলের বৃত্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 08:39 PM
Updated : 23 August 2020, 09:53 PM

পর্তুগালের লিসবনে রোববার পিএসজির বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়ে বায়ার্ন। ম্যাচের ৫৯তম মিনিটে জশুয়া কিমিচের বাড়ানো বলে দূরের পোস্টে থাকা কিংসলে কোমান হেডে জাল খুঁজে নেন।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করা ক্লাব রিয়াল মাদ্রিদ। এ পর্যন্ত ৫৬৭ গোল করেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন দলটি।

৫১৭ গোল নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এবার তারা কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ ব্যবধানে হেরে ছিটকে পড়ে।

৫০০ গোল নিয়ে তৃতীয় স্থানে থাকা বায়ার্নের চেয়ে ঢের পিছিয়ে আছে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির গোল ৩৭৩টি। ৩০৬ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে সেরি আর দল ইউভেন্তুস।