রোমাঞ্চ নিয়ে পিএসজির অপেক্ষায় ফ্লিক

ইউরোপ সেরার মঞ্চে ফাইনাল খেলায় বেশ অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ। অভিজ্ঞতার বিবেচনায় পিএসজিকে নবীন বলা যায়; তবে শক্তি-সামর্থ্যে কোনো অংশে পিছিয়ে নেই দলটি। তাই মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 12:36 PM
Updated : 23 August 2020, 12:36 PM

তার চোখে বিশ্বের সেরা দলগুলোর একটি ফরাসি চ্যাম্পিয়নরা। এমন একটি দলের বিপক্ষে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন তিনি।

পর্তুগালের লিসবনে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে নামবে দল দুটি। প্রতিযোগিতার পাঁচটি শিরোপা জেতা জার্মান দলটি মোট ১০ বার ফাইনাল খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। আর পিএসজি প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এর ফাইনাল।

ঘরোয়া ফুটবলে বছরের পর বছর দাপট দেখানো পিএসজিকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই-ভালোমতোই জানেন ফ্লিক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করে দারুণ এক লড়াইয়ের আভাস দিলেন তিনি।

“আমরা পিএসজির মুখোমুখি হতে যাচ্ছি এবং বিশ্বের সেরা দলগুলোর একটির সঙ্গে লড়াইয়ের ব্যাপারে আমরা রোমাঞ্চিত।”

পিএসজির কোচ টমাস টুখেলেরও প্রশংসা করেছেন ফ্লিক। যার সামনে রয়েছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি এবং পিএসজির ইতিহাসে এক মৌসুমে পাঁচটি শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়ার সুযোগ।

“তাদের দারুণ একজন কোচ ও দুর্দান্ত ফুটবল দর্শন আছে। টমাস টুখেল ব্যক্তি ও কোচ হিসেবে দারুণ।”

গত বছরের নভেম্বরে বায়ার্নের কোচ হওয়া ফ্লিকের সামনেও প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ। আর এই লক্ষ্য পূরণ হলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতবে বায়ার্ন; মৌসুমে আগেই বুন্ডেসলিগা ও জার্মান কাপ ঘরে তুলেছে তারা। ইয়ুপ হেইঙ্কেসের কোচিংয়ে ২০১৩ সালে প্রথম ট্রেবল জিতেছিল দলটি।