ইতিহাস গড়তে প্রস্তুত এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে তিন বছর আগে যোগ দিয়েছিলেন পিএসজিতে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে এসেছে সুযোগ। ইউরোপ সেরার মুকুট জিতে নতুন করে ইতিহাস লিখতে চান কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 09:22 AM
Updated : 23 August 2020, 09:22 AM

পর্তুগালের লিসবনে রোববার বাংলাদেশ সময় রাত একটায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে পিএসজি। কোয়ার্টার-ফাইনালে আতালান্তা ও শেষ চারে লাইপজিগকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পিএসজির সামনে এবার অধরা শিরোপার হাতছানি।

পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে এমবাপে যেন নির্ভার থাকার চেষ্টা করছেন। শনিবার সাংবাদিকদের ২১ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড বলেন, শিরোপা জিতে দেশের ফুটবলে ইতিহাস গড়তে চান তিনি।

“ঠিক এই কারণেই আমি এখানে (পিএসজি) এসেছি। সবসময় বলেছি, আমি আমার দেশের জন্য ইতিহাস গড়তে চাই। এটি একটি সুযোগ।”

“২০১৭ সালে এখানে আসার পর বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা হয়েছে। এখন আমরা ফাইনালে। এটিই প্রমাণ করে যে, আমরা কখনও হাল ছাড়িনি।”

সবশেষ কোনো ফরাসি দল ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা জিতেছিল ২৭ বছর আগে। ১৯৯৩ সালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপাটি জিতেছিল অলিম্পিক মার্শেই। এবার পিএসজি জিততে পারলে সেটি ফরাসি ফুটবলের জন্য দারুণ অর্জন হবে বলে মনে করেন এমবাপে।

“ফরাসি কোনো ক্লাবের হয়ে (চ্যাম্পিয়নস লিগ) জেতা হবে দুর্দান্ত। এখানে আসার সময় এটি আমার লক্ষ্য ছিল। (রোববার) জয় পাওয়াটা হবে অবিশ্বাস্য, ফরাসি ক্লাবের জন্য বিশাল অর্জন হবে এটি।”

২০১৮ সালে বিশ্বকাপ জিতে এরই মধ্যে ফ্রান্সের ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছেন এমবাপে। রাশিয়ায় সেই টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।