বসুন্ধরা কিংসে আরেক ব্রাজিলিয়ান ফের্নান্দেস

কদিন আগে আক্রমণভাগের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়োকে দলে টানে বসুন্ধরা কিংস। এবার মাঝমাঠ মজবুত করতে আরেক ব্রাজিলিয়ান জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসকে দলে ভিড়িয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 01:51 PM
Updated : 21 August 2020, 01:51 PM

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার ফের্নান্দেসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

“আমরা মাঝমাঠের কথা ভেবে ফের্নান্দেসকে এক বছরের জন্য দলে নিয়েছি। সে বোতাফোগোর খেলোয়াড়। এছাড়া এশিয়ান কোটায় খেলোয়াড় নেওয়ার কথা ভাবছি। আমাদের টার্গেটে ইরান বা অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় আছে। দু-এক দিনের মধ্যে এটাও নিশ্চিত হয়ে যাবে।”

২৫ বছর বয়সী ফের্নান্দেস বোতাফোগোর খেলোয়াড় হলেও ২০১৮ সাল থেকে ধারে খেলে বেড়াচ্ছেন। সর্বশেষ খেলেছেন সাও বেন্তাতে। প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা এই মিডফিল্ডার কিংসের মাধ্যমে বার্তাও পাঠিয়েছেন দলটির সমর্থকদের জন্য।

“হ্যালো বাংলাদেশ, আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করেছি। শিগগিরই কিংসের হয়ে খেলব। ক্লাবের সভাপতিসহ সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আমরা সবাই এই নতুন পথচলা উপভোগ করব। শিগগির দেখা হবে।”

দেনিয়েল কলিনদ্রেস সোলেরার মতো তারকা ফুটবলারকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছেড়ে দেয় বসুন্ধরা কিংস। সেই থেকে দলটি মানসম্পন্ন বিদেশি এনে শূন্যতা পূরণের চেষ্টা করছে।

মূলত এএফসি কাপ সামনে রেখে  নতুন খেলোয়াড়দের দলে টানছে বসুন্ধরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা এএফসি কাপ পুনরায় শুরু হবে আগামী অক্টোবরে।

২৩ অক্টোবর মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হওয়া গ্রুপ পর্বে ফের খেলতে নামবে বসুন্ধরা। মালদ্বীপের আরেক দল টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল দলটি।