লিডস ম্যাচ দিয়ে লিভারপুলের লিগ অভিযান শুরু

আগামী ১২ সেপ্টেম্বর অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল। ২০২০-২১ মৌসুমের উদ্বোধনী দিনে ইয়ুর্গেন ক্লপের দলের প্রতিপক্ষ ১৬ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা লিডস ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 11:31 AM
Updated : 20 August 2020, 11:31 AM

প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার আগামী আসরের সূচি প্রকাশ করা হয়।

গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটি ও তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপিয়ান মৌসুম দেরিতে শেষ হওয়ায় আপাতত ৩০ দিন বিশ্রামে থাকবে দল দুটি। লিগের আগামী আসরে তারা প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর।

নিজেদের প্রথম ম্যাচে সিটির খেলার কথা ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে, আর ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল বার্নলি। দুটি ম্যাচই পিছিয়ে দেওয়া হবে।

পরিবর্তিত সূচিতে, ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইউনাইটেড। একই দিন সিটি খেলবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে।

প্রধান কোচ হিসেবে আর্সেনালের মিকেল আর্তেতাকে এবারই প্রথম মৌসুমের শুরু থেকে ডাগআউটে দেখা যাবে। গত ডিসেম্বরে দলটির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু হয় সাবেক স্প্যানিশ এই মিডফিল্ডারের। আসরে তার দলের প্রথম ম্যাচ ফুলহ্যামের বিপক্ষে।

চার নম্বরে থেকে ২০১৯-২০ লিগ শেষ করা চেলসি প্রথম ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর; ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে।