বেশি আয় করা ৯ নারী ক্রীড়াবিদই টেনিসের

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকী ফোর্বসের করা গত বছর সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকার প্রথম ৯ জনই টেনিস খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2020, 01:45 PM
Updated : 19 August 2020, 02:25 PM

তিন কোটি ৭৪ লাখ ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস তিন কোটি ৬০ লাখ ডলার নিয়ে আছেন দুইয়ে।

তাদের চেয়ে বেশ পিছিয়ে তিনে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি। গত বছর এই অস্ট্রেলিয়ানের আয় এক কোটি ৩১ লাখ ডলার।

টেনিসের বাইরে শীর্ষ দশে আছেন কেবল যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মরগ্যান। তার আয় ৪৬ লাখ ডলার।

বার্ষিক আয়ে ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙেছেন আগের রেকর্ড; ২০১৫ সালে আগের রেকর্ড দুই কোটি ৯৭ লাখ ডলার আয় করেছিলেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

গত মে মাসে ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয় করা একশ ক্রীড়াবিদদের তালিকায় নারী খেলোয়াড় ছিলেন কেবল ওসাকা (২৯তম) ও সেরেনা (৩৩তম)।