করোনাভাইরাস মুক্ত আরও ৭ ফুটবলার

করোনাভাইরাস থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাই ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে সেরে উঠেছেন আরও সাত জন। এখনও পজিটিভ রয়ে গেছেন দুই জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2020, 12:47 PM
Updated : 19 August 2020, 02:44 PM

বাফুফে জানায়, কোভিড-১৯ পরীক্ষায় বুধবারও এমএস বাবলু ও টুটুল হোসেন বাদশার ফল পজিটিভ এসেছে। এদিন পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষের।

দুই রকমের ফল আসায় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিন ফুটবলারকে। ডিফেন্ডার রায়হান হাসানের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসার কথা কয়েকদিন আগে জানিয়েছিল বাফুফে। বাকি দুই জন রিয়াদুল হাসান রাফি ও রাকিব হোসেনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবার।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু করতে গিয়ে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতিতে পড়ে বাফুফে।

পরে দুটি জায়গায় আবারও খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ৩০ খেলোয়াড়ের মধ্যে ২০ জনের নেগেটিভ, ৭ জনের পজিটিভ হওয়ার কথা জানায় বাফুফে। ৩ জনের এসেছিল দুই রকমের ফল। তাই তারা ছিলেন পর্যবেক্ষণে।

বাফুফের মাধ্যমে বুধবার পাঠানো ভিডিও বার্তায় শহীদুল ও জিকো করোনামুক্ত হওয়ার স্বস্তির কথা জানান। শহীদুল বলেন, “গতকাল ফুটবল ফেডারেশন আবারও আমাদের করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিল। আজকে ফল এসেছে নেগেটিভ।”

এরই মধ্যে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলো স্থগিত করে দিয়েছে ফিফা। অবশ্য এএফসি কাপের খেলাগুলো অক্টোবরে মাঠে গড়াবে। বসুন্ধরা কিংসের গোলরক্ষক জিকো তাকিয়ে আছেন এ ম্যাচগুলোর দিকে।

“আমি অনেক দিন করোনায় আক্রান্ত ছিলাম। এজন্য ফেডারেশনের অধীনে কোয়ারেন্টিনে ছিলাম। তারা আমাদের জন্য অনেক ধরনের সুব্যবস্থা করেছে। গতকাল আমরা টেস্ট করিয়েছি। নেগেটিভ রিপোর্ট এসেছে। বাফুফেকে ধন্যবাদ। সামনে আমাদের ক্লাবের এএফসি কাপের ম্যাচ আছে। দোয়া করবেন আমরা যেন ভালো ফল করতে পারি।”