লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার মার্সেই-সাঁত এতিয়েন ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল লিগ ওয়ানের ২০২০-২১ আসর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 12:39 PM
Updated : 18 August 2020, 12:39 PM

মার্সেই তাদের দলের চারজন কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানানোর পর মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় লিগ ওয়ান কর্তৃপক্ষ।  

নতুন মৌসুম শুরুর এই দিনে ছিল এই একটি ম্যাচই। প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো হবে শনি ও রোববার।

গত সপ্তাহে লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোকে জানায়, করোনাভাইরাসের কারণে ম্যাচ স্থগিত করা হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা একটি ‘কোভিড কমিটি’ গঠন করেছে। ক্লাবগুলোর কাছে পাঠানো ‘কোভিড প্রটোকলে’ বলা হয়েছে, একটি ক্লাবে তিনজনের বেশি কোভিড-১৯ পজিটিভ হলে ম্যাচ স্থগিত করা হতে পারে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চে বিশ্বের অধিকাংশ দেশে ফুটবল স্থগিত হয়ে যায়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিই পরে মৌসুম শেষ করে; কেবল লিগ ওয়ানই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মৌসুম বাতিল করে।

লিগ ওয়ানের ২০টি ক্লাবের মধ্যে ১১টি ক্লাবের প্রায় ৪০ জন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এদের মধ্যে সাঁত এতিয়েনেরও কয়েকজন রয়েছেন।