লিভারপুলে চুক্তি বাড়াবেন না ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2020 04:58 PM BdST Updated: 18 Aug 2020 04:58 PM BdST
লিভারপুলের তিন দশকের স্বপ পূরণের নায়ক কোচ ইয়ুর্গেন ক্লপ ক্লাবটির সঙ্গে চুক্তি আর বাড়াবেন না বলে জানিয়েছেন। ফুটবলের প্রতি এখনকার মতো টান অনুভব না করলে কোচিং ক্যারিয়ারের ইতিও টেনে দিতে পারেন, ইঙ্গিতও দিয়েছেন তিনি।
২০১৫ সালের অক্টোবরে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলে যোগ দেন ক্লপ। তার কোচিংয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে দলটি। আর এ বছর ইংল্যান্ডের শীর্ষ লিগে ৩০ বছরের আক্ষেপ ঘুচিয়ে আবারও শিরোপা জিতেছে অ্যানফিল্ডের দলটি; প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথম শিরোপা। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে এবার লিগ শিরোপা নিশ্চিত করে তারা।
লিভারপুলের সঙ্গে ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে এই জার্মান কোচের। এরপর কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন বলে জার্মানির স্পোর্টস পোর্টাল ‘স্পোর্ট বাজের’-কে সোমবার দেওয়া সাক্ষাৎকারে জানান ক্লপ।
“আমি এক বছর বিরতি নিব। এরপর নিজেকে জিজ্ঞাসা করব, আমি ফুটবল মিস করছি কিনা। যদি উত্তর আসে না, তাহলে সেটাই হবে কোচ ইয়ুর্গেন ক্লপের সমাপ্তি।”
“কোনো একদিন যদি আমি আর কোচ না থাকি, একটি জিনিসের অভাব অনুভব করব না। তা হলো, ম্যাচের ঠিক আগ মুহূর্তের দুঃশ্চিন্তা।”
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?