ইউএস ওপেনে খেলবেন না হালেপও

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে এবার ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বিশ্বের দুই নম্বর নারী টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 04:29 PM
Updated : 17 August 2020, 05:20 PM

প্রাগ ওপেন জয়ের পর দিন সোমবার এক টুইট বার্তায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৮ বছর বয়সী এই রোমানিয়ান।

শীর্ষ ১০ নারী খেলোয়াড়ের মধ্যে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের এই আসর থেকে নিজের নাম সরিয়ে নিলেন হালেপ। অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী ৩১ অগাস্ট নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটি।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে ইউএস ওপেন থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের পুরুষ এককের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

একই কারণে খেলবেন না বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি, ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা, নেদারল্যান্ডসের কিকি বের্টেন্স ও সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ।

করোনাভাইরাসের কারণে প্রস্তুতি ভালো না হওয়ায় খেলবেন না গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোও।

হাঁটুর চোটের কারণে খেলবেন না আরেক তারকা রজার ফেদেরার। তবে খেলবেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।