হকির সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি

দীর্ঘ দিন ধরে অনুপস্থিত থাকায় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে মমিনুল হক সাঈদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 01:24 PM
Updated : 17 August 2020, 01:49 PM

গত বছর দেশে আলোড়ন সৃষ্টি করা ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকে ‘আত্মগোপনে’ আছেন ওই সময়ের ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি সাঈদ। ক্যাসিনো কাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সাঈদকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ আদেল।

“গতকাল(রোববার) সভাপতি পাঁচ জন সহ-সভাপতির সঙ্গে বসেছিলেন। ফেডারেশনের গঠণতন্ত্র অনুযায়ী সহ-সভাপতিদের সঙ্গে আলোচনা করে  সভাপতি  বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। মমিনুল হক সাঈদ দীর্ঘ দিন ফেডারেশনের মিটিংয়ে অনুপস্থিত। দীর্ঘদিন সাধারণ সম্পাদক মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।“

বোর্ডের সিদ্ধান্ত তাকে তার বাসার ঠিকানায় ও ব্যক্তিগত মেইলে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান আদেল।

গত বছর ডিসেম্বরে ফেডারেশনের পক্ষ থেকে তার অবস্থান ও মিটিংয়ে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ও সন্তানরা অসুস্থ। তাদের দেখভাল করায় ব্যস্ত আছেন। নিজেও অসুস্থ বলে জানিয়েছিলেন তিনি।