হকির সাবেক তারকা এহতেশাম আর নেই

জাতীয় পুরস্কারপ্রাপ্ত হকির সাবেক তারকা খেলোয়াড় এহতেশাম সুলতান আর নেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 11:23 AM
Updated : 17 August 2020, 11:23 AM

লিভার ক্যান্সার ও গলব্ল্যাডারের সমস্যার সঙ্গে লড়াইয়ে হার মেনে সোমবার ভোরে না ফেরার দেশে পাড়ি দেন এহতেশাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৬৮ থেকে ৭০ সাল পর্যন্ত পুর্ব পাকিস্তান দলে খেলা এহতেশাম স্বাধীনতার পর আলো ছড়ান বাংলাদেশের জার্সিতে। ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে হকি টেস্ট সিরিজে খেলেন।

আশির দশকের শুরুর দিকে অবসরের পর জাতীয় দলের হাল ধরেছিলেন এহতেশাম। এশিয়া কাপ, এশিয়ান গেমসসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

আজাদ পিডব্লিউডির হয়ে ঢাকার প্রথম বিভাগে ফুটবলও খেলেছেন তিনি। হকি খেলেছেন সোনালী ব্যাংকের জার্সিতে।

এহতেশাম দেশের আরেক সাবেক ফুটবল তারকা ইমতিয়াজ সুলতান জনির বড় ভাই। তার আরেক ভাই এলহাম ছিলেন আবাহনীর গোলরক্ষক।

এহতেশাম সুলতানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর্চারি ফেডারেশন।