অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে নবম বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2020 08:06 PM BdST Updated: 16 Aug 2020 08:06 PM BdST
-
ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর পুল ‘এ’ তে ১০ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ।
নবম ও শেষ রাউন্ডের খেলায় রোববার ইন্দোনেশিয়ার কাছে ৫.৫-০.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। ৯ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৩ পয়েন্ট পেয়েছে তারা। তাদের একমাত্র জয় কিরগিজস্তানের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে এ প্রতিযোগিতায় খেলেন ১২ জন দাবাড়ু। তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান ও দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা এবং ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান খেলেছেন।
এছাড়া দুই মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিয়া আহমেদ, শারমিন সিম্মি, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, দুই মহিলা ফিদে মাস্টার নাজরানা খান, নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া খেলেছেন।
ব্যক্তিগত নৈপুণ্যে দলের মধ্যে সবচেয়ে আলো ছড়িয়েছেন ফাহাদ। চার জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট পেয়েছেন এই ইন্টারন্যাশনাল মাস্টার। ২.৫ করে পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ ও জিয়া।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড