ইংল্যান্ডের শীর্ষ লিগের বর্ষসেরা কোচ হিসেবে শনিবার জার্মান এই কোচের নাম ঘোষণা করা হয়।
রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা দলটি আসর শেষ করে ৯৯ পয়েন্ট নিয়ে; দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে যা ১৮ পয়েন্ট বেশি।
বর্ষসেরার দৌড়ে ৫৩ বছর বয়সী ক্লপ পেছনে ফেলেছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, লেস্টার সিটির ব্র্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে।
২০১৯-২০ মৌসুমে পাঁচবার মাসের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন ক্লপ, পেরিয়ে যান ২০১৭-১৮ মৌসুমে চারবার এই পুরস্কার পাওয়া ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলাকে।
গত মাসে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ)-এরও বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া ক্লপ।
গত মৌসুমের বর্ষসেরা তরুণ ফুটবলার হিসেবে গত শুক্রবার লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নাম ঘোষণা করা হয়। গত মৌসুমে সতীর্থদের ১৩টি গোলে অবদান রেখেছিলেন তিনি।