১০ গোলের বার্সা-বায়ার্ন ম্যাচের যত পরিসংখ্যান

বার্সেলোনার বিপক্ষে মোট ১০ গোলের বন্যা বয়ে যাওয়া ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছে বায়ার্ন মিউনিখ; চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে নকআউট পর্বের এক ম্যাচে আট গোল করেছে বুন্ডেসলিগার দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 10:55 PM
Updated : 14 August 2020, 10:56 PM

পর্তুগালের লিসবনে শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন ৮-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনাকে। জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ। বার্সেলোনার একমাত্র গোলদাতা লুইস সুয়ারেস; অপরটি তারা পেয়েছিল দাভিদ আলাবার আত্মঘাতী গোলের সৌজন্যে।

১০ গোলের একপেশে ম্যাচটি পরিসংখ্যানের অনেক পাতায় আঁচড় কেঁটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

>> চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রথম দল হিসেবে ৮ গোল করার কীর্তি গড়েছে বায়ার্ন। সর্বশেষ ১৯৯০-৯১ মৌসুমে সেসময়কার ইউরোপিয়ান কাপের শেষ ষোলোয় এফসি ওয়াকার ইন্সব্রুকের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৯-১ গোলে জিতেছিল।

>> ১৯৫১ সালের এপ্রিলের পর এই প্রথম বার্সেলোনা ৬ গোলের ব্যবধানে হারল। সেবার লা লিগায় এস্পানিওলের কাছে ৬-০ গোলে হেরেছিল তারা।

>> এ নিয়ে দ্বাদশবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল বায়ার্ন। তাদের চেয়ে একবার বেশি (১৩ বার) সেরা চারে খেলেছে রিয়াল মাদ্রিদ।

>> ১৯৪৬ সালে সেভিয়ার কাছে ৮-০ গোলে হারের পর এই প্রথম কোনো ম্যাচে আট গোল হজম করল বার্সেলোনা। সেবার অবশ্য সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে’তে খেলেছিল তারা।

>> ২০১৮ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচে গোল করার বৃত্ত পূরণ করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের ওই কীর্তির পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা আট বা তার বেশি ম্যাচে গোলের কৃতিত্ব দেখালেন বায়ার্নের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।

# এ নিয়ে গত পাঁচ মৌসুমে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেল বার্সেলোনা।

>> সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ জিতল বায়ার্ন মিউনিখ।

# ফাবিও কাপেলো (১৯৯২-৯৩) এবং লুইস ফের্নান্দেসের (১৯৯৪-৯৫) পর  তৃতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দায়িত্ব নেওয়ার পর শুরুর ছয় ম্যাচে জিতলেন বায়ার্নের কোচ হান্স ফ্লিক।

>> এ নিয়ে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ হারল বার্সেলোনা। বায়ার্ন ছাড়া আর কারো কাছে এত বেশি হারেনি তারা। অন্য কোনো দলের কাছে বার্সেলোনার সর্বোচ্চ হার চার ম্যাচ।