তিন বছরের চুক্তিতে আর্সেনালে উইলিয়ান

গত কয়েক দিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো; ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানকে দলে টেনেছে আর্সেনাল। ৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 10:51 AM
Updated : 14 August 2020, 10:51 AM

চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উইলিয়ানকে ‘ফ্রি ট্রান্সফার’-এ পেয়েছে আর্সেনাল। তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল চেলসি। কিন্তু ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের আশায় রাজি হননি তিনি।

২০১৩ সালে তিন কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সাত বছরে সব প্রতিযোগিতা মিলে ৩৩৯ ম্যাচ খেলেন উইলিয়ান। জেতেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি ইউরোপা লিগসহ মোট পাঁচটি শিরোপা। মাঝমাঠে এমন এক খেলোয়াড়কে পেয়ে ভীষণ খুশি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

“আমি বিশ্বাস করি, সে (উইলিয়ান) এমন একজন খেলোয়াড়, যে সত্যিই আমাদের জন্য পার্থক্য গড়ে দিতে পারবে। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গারের পজিশনে শক্তি বাড়ানোর লক্ষ্য ছিল আমাদের।”