পিএসজিকে নিয়েও ‘পরিকল্পনা’ আছে লাইপজিগের

যাত্রা শুরুর ১১ বছরেই ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে দাপট দেখাতে শুরু করেছে লাইপজিগ। অন্যতম শক্তিশালী দল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পর তাদের সাফল্যের ক্ষুধা যেন আরও বেড়ে গেছে। তাইতো দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান কোনোরকম জড়তা ছাড়াই জানিয়ে দিলেন, এবার তাদের মনোযোগ পিএসজিকে ঘিরে, লক্ষ্য ফাইনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 09:38 AM
Updated : 14 August 2020, 09:38 AM

পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জেতে লাইপজিগ। দ্বিতীয়ার্ধের শুরুতে দানি ওলমোর হেডে তারা এগিয়ে যাওয়ার পর স্পট কিকে সমতা টানেন জোয়াও ফেলিক্স। তবে নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সৌভাগ্যপ্রসুত গোলে জয় নিশ্চিত হয় জার্মান দলণটির; টেইলর অ্যাডামসের শট আতলেতিকোর এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

২০০৯ সালে নতুন নামে-রূপে, নতুন মালিকানায় যাত্রা শুরু করা লাইপজিগ পঞ্চম বিভাগ থেকে ৯ বছরের মধ্যে জার্মানির শীর্ষ লিগে ওঠে ২০১৬ সালে। চার বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে প্রথমবার নকআউটে উঠেই সেমি-ফাইনালে জায়গা করে নিল দলটি।

শেষ চারে তাদের প্রতিপক্ষ পিএসজি। আগের দিন আতালান্তাকে একই ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাব ঐতিহ্য বা সাফল্যের ইতিহাস-সব দিক বিবেচনাতেই অনেক এগিয়ে প্যারিসের দলটি। তবে এতটা কঠিন পথ পাড়ি দেওয়ার পর এখানে থামতে চান না লাইপজিগ কোচ। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে সে কথাই বললেন তিনি।

“পরের রাউন্ডে ওঠার পর স্বাভাবিকভাবেই চাওয়া বাড়বে। আজ আমরা আনন্দিত। আগামীকাল(শুক্রবার) আমরা পিএসজির দিকে নজর দিব। সেটা আরেকটি কঠিন ম্যাচ হবে, তবে আমাদের একটা পরিকল্পনা আছে।”

“এটাই স্বাভাবিক যে আমরা এখন ফাইনালে উঠতে চাই। লক্ষ্য পরিষ্কার। যখন সেখানে পৌঁছাব তখন আবার কথা হবে।”

শেষ ষোলোয় গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পারকে হারানোর পর এবার ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালিস্ট আতলেতিকোকে হারাল লাইপজিগ। আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে তারা।