এফএ কাপের পরের আসরে থাকছে না ‘রিপ্লে’

নতুন রূপে মাঠে গড়াবে এফএ কাপের আগামী আসর। ‘রিপ্লে’ ম্যাচের নিয়মটি থাকছে না ২০২০-২১ মৌসুমে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 01:33 PM
Updated : 13 August 2020, 01:33 PM

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফুটবল ক্যালেন্ডারের ওপর পড়া চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানায় ইংল্যান্ডের ফুটবল এ্যাসোসিয়েশন।

আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে এফএ কাপের আগামী মৌসুম। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২১ সালের ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

কোভিড-১৯ মহামারীতে হওয়া আর্থিক ক্ষতির কারণে ২০১৯-২০ মৌসুম থেকেই প্রতিযোগিতাটির ‘প্রাইজ মানি’ অর্ধেক করে দিয়েছে এফএ কাপ কর্তৃপক্ষ।

শিরোপা জয়ীরা পাবে ১৮ লাখ পাউন্ড। গত মৌসুমে যা ছিল ৩৬ লাখ পাউন্ড।