বার্সেলোনার এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

এবার বার্সেলোনা শিবিরে আঘাত হেনেছে করোনাভাইরাস। ২০২০-২১ মৌসুমের জন্য প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দেওয়া এক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ বলে জানিয়েছে ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 09:52 AM
Updated : 12 August 2020, 06:25 PM

ক্লাবের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাক-মৌসুমের দলের ৯ জন খেলোয়াড়ের মধ্যে এক জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বিবৃতিতে খেলোয়াড়টির নাম জানানো হয়নি। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই এবং তিনি তার বাড়িতে কোয়ারেন্টিনে আছেন বলে জানানো হয়েছে।

পরে এক টুইট বার্তায় ফরাসি ডিফেণ্ডার জ্যঁ-ক্লেয়ার তদিবো জানান, তিনিই সেই খেলোয়াড় যে করোনাভাইরাসে আক্রান্ত।

ক্লাবের সিনিয়র দলের সঙ্গে এই খেলোয়াড়ের কোনোরকম যোগাযোগ হয়নি বলেও ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব ‘মিনি টুর্নামেন্টে’ খেলতে বৃহস্পতিবার পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে রওনা দেবে কিকে সেতিয়েনের দল। আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।