লিভারপুলে যোগ দিয়ে গর্বিত সিমিকাস

অলিম্পিয়াকোসের লেফট-ব্যাক কস্তাস সিমিকাসকে দলে টেনেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিতে পেরে গর্বিত গ্রিসের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 11:35 AM
Updated : 11 August 2020, 11:35 AM

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী সিমিকাসকে এক কোটি ১৭ লাখ পাউন্ডে দলে নিয়েছে লিভারপুল। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

সিমিকাসের মতে, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি।

“আমি খুবই খুশি, এখানে আসতে পেরে আমি খুব গর্বিত। এটা আমার জন্য সম্মানের এবং আমি নিজের সেরাটা দেব। আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এটা।”

গ্রিসের হয়ে তিনটি ম্যাচ খেলা সিমিকাসের অলিম্পিয়াকোসে অভিষেক হয় ২০১৫ সালে। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৮৬ ম্যাচ খেলেছেন তিনি।

এবার অলিম্পিয়াকোসের গ্রিক লিগ জয়ী মৌসুমে তিনি খেলেন ২৭ ম্যাচ, জেতেন ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা।