বিশ্বকাপ বাছাই ক্যাম্প: তৃতীয় ধাপে ৬ জন নেগেটিভ

বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে তৃতীয় ধাপে যোগ দিতে যাওয়া খেলোয়াড়দের নিয়ে কিছুটা স্বস্তির উপলক্ষ্য পাচ্ছে বাংলাদেশ। এ ধাপে ছয় খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 06:13 PM
Updated : 8 August 2020, 06:13 PM

২০২২ কাতার ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাই শুরু হবে আগামী অক্টোবরে। এ উপলক্ষ্যে গত শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরুর কথা ছিল বাংলাদেশের।

প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ৩৬ জনের মধ্যে তৃতীয় ধাপে ৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয় শনিবার। রাতে বাফুফে এক বিজ্ঞপ্তি দিয়ে ছয় জনেরই নেগেটিভ রিপোর্ট আসার কথা জানায়।

নেগেটিভ আসা ছয় জন হলেন তপু বর্মন, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান ও তৌহিদুল আলম সবুজ। এদের মধ্যে মামুনুল কদিন আগে চট্টগ্রামে একটা প্রীতি ম্যাচে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় ধাপে করোনাভাইরাস পরীক্ষা করার কথা ছিল নাবীব নেওয়ার জীবনের। আবাহনীর এই ফরোয়ার্ডের ব্যাপারে কিছু জানায়নি বাফুফে।

গত দুই ধাপে ২৪ জন ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা নিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতি তৈরি হয়। প্রথম ধাপের ১২ জনের মধ্যে বিশ্বনাথ ঘোষ আগে থেকেই এই ভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ১১ জনের মধ্যে তিন জনের তিন জনের রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো বাফুফে। পরে আরও সাত জনের পজিটিভ হওয়ার কথা জানায়।

দ্বিতীয় ধাপের ১২ জনের মধ্যে শুরুতে পাঁচ জনের পজিটিভ হওয়ার কথা বলার পর দুই দফায় আরও দুই জনের আক্রান্ত হওয়ার কথা জানায় বাফুফে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৮ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত।

তৃতীয় ধাপের বাকি পাঁচ জনের মধ্যে অধিনায়ক জামাল ভূইয়া ও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া কাজী তারিক রায়হান যথাক্রমে ডেনমার্ক ও ফিনল্যান্ডে থাকায় পরে যোগ দিবেন।

এছাড়া লম্বা সময়ের চোট কাটিয়ে ওঠা মাশুক মিয়া জনি, মতিন মিয়া ও আতিকুর রহমান ফাহাদকে এখনই ক্যাম্পে তাদেরকে ছাড়তে রাজি হয়নি বসুন্ধরা কিংস। পরে যোগ দিবেন তারা।