বিশ্বকাপ বাছাই ক্যাম্প: এবার দুই হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2020 08:00 PM BdST Updated: 08 Aug 2020 08:57 PM BdST
ফুটবলারদের করোনাভাইরাসের রিপোর্ট নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন উদ্যোগ নিয়েছে। নতুন করে দুই হাসপাতালে সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে গত শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরুর কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই ধাপে খেলোয়াড়দের ২৪ জনের মধ্যে ১৮ জনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এই খেলোয়াড়দের অনেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিলেন। কারো কারো টেস্ট রিপোর্ট প্রথমে নেগেটিভ আসার কথা জানালেও পরে পজিটিভ বলে জানায় বাফুফে।
এমন হ-য-ব-র-ল পরিস্থিতিতে বাফুফে শনিবার অনলাইনে মিটিংয়ে বসে। সেখানেই ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল জানান, সবাইকে নতুন করে দুই হাসপাতালে পরীক্ষা করানো হবে। সেই রিপোর্ট দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
“(পরে অনেকের রিপোর্ট পজিটিভ আসায়) আমরাও বিস্মিত হয়েছি। খেয়াল রাখতে হবে…অনেক সময় পরীক্ষার ফল সঠিক নাও হতে পারে। তাই সবকিছু নিশ্চিত হতে সোমবার দুই প্রতিষ্ঠানে ক্যাম্পের সবার দুইবার নমুনা পরীক্ষা করানো হবে।”
“আমরা দুই প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি। সেখানেই টেস্ট করা হবে। যার দুটো পজিটিভ আসবে সে কনফার্ম পজিটিভ। যার নেগেটিভ আসবে কনফার্ম নেগেটিভ। যার একটা করে পজিটিভ বা নেগেটিভ আসবে। তাকে কয়েকদিন পর আবারও টেস্ট করানো হবে।”
পজিটিভ রিপোর্ট এলেও খেলোয়াড়দের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই বলে জানান নাবিল। তবে বিকল্প খেলোয়াড় নেওয়ার বিষয়টিও মাথায় রাখার কথা জানান তিনি।
“খেলোয়াড়দের মধ্যে কোনো লক্ষণ নেই। তারা পর্যবেক্ষণে আছে। সব প্যারামিটার ঠিক আছে। কোচরা ১৭ তারিখ বাংলাদেশ আসবে। আসার কয়েক দিন পর তাদের টেস্ট করানো হবে।”
“যারা পজিটিভ আছে। আশা করি, তারা সবাই অল্প দিনে সুস্থ হয়ে যাবে। মেডিকেল কমিটির সঙ্গে কথা বলে দেখবো তাদের নিয়ে আবারও ক্যাম্প শুরু করা যায় কিনা। এর বাইরে রিপ্লেসমেন্ট যদি দরকার হয়…তিন-চার জন খেলোয়াড়ের। সেটাও বিবেচনাও আছে আমাদের।”
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন