বরখাস্ত ইউভেন্তুস কোচ সাররি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ইউভেন্তুস বাদ পড়ার পরদিনই বরখাস্ত করা হয়েছে দলটির কোচ মাওরিসিও সাররিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 01:07 PM
Updated : 8 August 2020, 01:32 PM

৬১ বছর বয়সী এই ইতালিয়ান ইউভেন্তুসের দায়িত্ব নেওয়ার এক মৌসুমের মাথায়ই চাকরি হারালেন। সেরি আ চ্যাম্পিয়নরা শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের জুনে তিন মৌসুমের জন্য দলটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাররি। তার কোচিংয়ে এবারের মৌসুমে ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ-দুটির ফাইনালেই হারে ইউভেন্তুস।

দলটি গত মাসে টানা নবম লিগ শিরোপা ঘরে তুললেও মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারেনি। শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওঁর মাঠ হেরেছিল ১-০ গোলে। শুক্রবার রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতলেও অ্যাওয়ে গোলে ছিটকে যায় ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে।

সাররির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলটি ছিটকে যাওয়ার পর তা আরও বাড়ে। শেষ পর্যন্ত হলোও তাই।