আতালান্তার বিপক্ষে এমবাপেকে পাওয়ার আশায় পিএসজি

গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। তবে ম্যাচ খেলার মতো এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তবুও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়ার আশায় আছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 12:56 PM
Updated : 6 August 2020, 12:56 PM

প্যারিসে গত ২৪ জুলাই সাঁত এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জেতে পিএসজি। ওই ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের বাজে ফাউলে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে।

পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ফরাসি এই ফরোয়ার্ডকে। তাতে ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী ১২ অগাস্ট হতে যাওয়া আতালান্তার বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। তবে দ্রত সেরে উঠেছেন তিনি। বুধবার তার অনুশীলনে ফেরার কথা জানায় পিএসজি।

“পরিকল্পনা অনুযায়ী এমবাপে তার পুনর্বাসন চালিয়ে যাচ্ছে...বল ছাড়া সে রানিংয়ে ফিরেছে।”

আতালান্তার বিপক্ষে অন্তত বেঞ্চে হলেও এমবাপেকে পেতে চান পিএসজি কোচ টমাস টুখেল।

“আতালান্তার বিপক্ষে এমবাপে অন্তত বেঞ্চে থাকতে পারে কি-না, তা আমরা শিগগিরই বুঝতে পারব।”

এদিকে, মার্কো ভেরাত্তি পেশিতে চোট পেয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গনমাধ্যমের খবর অনুযায়ী, ইতালিয়ান এই মিডফিল্ডারের পায়ের পেশির চোট বেশ গুরুতর এবং আতালান্তার বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই।