ফাতি-পুসরা বিক্রির জন্য নয়: বার্সা প্রেসিডেন্ট

বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, তরুণ কয়েক জন ফুটবলারকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। তবে আনসু ফাতি, রিকি পুস, ফ্রান্সিস্কো ত্রিনকাওয়ের মতো তরুণদের বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 10:06 AM
Updated : 6 August 2020, 10:06 AM

এই মৌসুমে বার্সেলোনা মূল দলের হয়ে অভিষেকের পর থেকে দারুণ খেলছেন ফরোয়ার্ড ফাতি। অনাকাঙ্ক্ষিত বিরতির পর লা লিগায় আলো ছড়িয়েছেন মিডফিল্ডার পুস।

সম্প্রতি বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ জানান, ফাতি-পুসরা ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।

“ফ্রান্সিস্কো ত্রিনকাও বিক্রির জন্য নয়। পেদ্রি, আনসু (ফাতি), (মার্ক-আন্ড্রে) টের স্টেগেন, রিকি পুস অথবা আরাউহো কেউই নয়। তরুণরা বিক্রির জন্য নয়। ভবিষ্যতের জন্য আমরা নতুন প্রজন্ম তৈরি করছি।”

“রিকি, আনসু ও আরাউহোর মতো তরুণ খেলোয়াড়দের বার্সেলোনা ‘বি’ থেকে স্থায়ীভাবে মূল দলে নেওয়া হবে। মিরালেম পিয়ানিচের সঙ্গে ত্রিনকাও, পেদ্রির মতো তরুণরাও আসবে।”