লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ইন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইসপ্পে মারাত্তা বুধবার স্কাই স্পোর্টসকে এ কথা জানান।
ইউনাইটেডের জার্সিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সানচেস; ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে এই ফরোয়ার্ড ৪৫ ম্যাচে গোল করেছিলেন মাত্র পাঁচটি। ওই ব্যর্থ অধ্যায়ের পর ২০১৯-২০ মৌসুমের শুরুতে ধারে ইন্টারে যোগ দেন তিনি।
ইন্টারের হয়েও তার পারফরম্যান্স অবশ্য তেমন আহামরি নয়, এই মৌসুমে সেরি আয় গোল করেছেন মোটে চারটি। তবে দলের হয়ে সর্বোচ্চ আটটি অ্যাসিস্ট তার। রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে আন্তোনিও কন্তের দল।
স্থায়ী চুক্তির ফলে ইন্টারের হয়ে ইউরোপা লিগের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন সানচেস। বুধবার গেতাফেকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠেছে দলটি।