বিশ্বকাপ বাছাই ক্যাম্প: প্রথম ধাপের ৪ জন করোনাভাইরাস আক্রান্ত

বিশ্বকাপ বাছাইয়ের অনুশীলন শুরুর আগে একটা ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা ১২ ফুটবলারের চার জন করোনাভাইরাস আক্রান্ত। আগেই জানা গিয়েছিল বিশ্বনাথ ঘোষের নাম। তিনি ছাড়াও এমএস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 04:54 PM
Updated : 5 August 2020, 06:41 PM

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা আগামী অক্টোবরে শুরু হবে। আগামী শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ডাক পাওয়া ৩৬ ফুটবলারকে করোনাভাইরাসের সতর্কতার জন্য তিন ধাপে ক্যাম্পে যোগ দিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রথম ধাপে রিপোর্ট করতে বলা ১২ ফুটবলারের সবাই পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বাফুফেও নতুন করে পরীক্ষা করায়। এতে আরও তিন জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।

“আজ ১২ জনের রিপোর্টিং ছিল। আগেই কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় বিশ্বনাথ আসেনি। বাকিদের পরীক্ষা করা হয়েছে। একটু আগে রিপোর্ট এসেছে, সেখানে তিন জন আক্রান্ত বলে জানানো হয়েছে। বাকি আট জনের কভিড-১৯ নেগেটিভ।”

প্রথম ধাপে ক্যাম্পে যোগ দেওয়া আট জন হলেন, পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, এস.এম মঞ্জুরুর রহমান মানিক, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল।

প্রাথমিক দলের ৩৬ জনের মধ্যে মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মতিন মিয়া-এই তিন জন ক্লাব বসুন্ধরা কিংসের চাওয়া অনুযায়ী ক্যাম্পে আপাতত যোগ দিচ্ছেন না। চোট কাটিয়ে ওঠায় এই তিন জনকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্মতি দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডেও।

অধিনায়ক জামাল ভূইয়া বর্তমানে ডেনমার্কে আছেন। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া কাজী তারিক রায়হানও বর্তমানে ফিনল্যান্ডে। এ দুজন পরে ক্যাম্পে যোগ দিবেন বলে জানিয়েছে বাফুফে।