‘ক্লপ এক দিকে বাবার মতো, অন্য দিকে কোচ’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2020 07:33 PM BdST Updated: 04 Aug 2020 07:33 PM BdST
ক্যারিয়ার জুড়ে কত কোচের সঙ্গেই না কাজ করেছেন রবের্ত লেভানদোভস্কি। কিন্তু একজনকে মনে রেখেছেন বিশেষভাবে; তিনি ইয়ুর্গেন ক্লপ। পছন্দের দ্বিতীয় কোচ হিসেবে পোলিশ স্ট্রাইকার বেছে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে।
ক্লাব ক্যারিয়ারে দুজনকেই গুরু হিসেবে পেয়েছেন লেভানদোভস্কি। বরুশিয়া ডর্টমুন্ডে ক্লপের অধীনে খেলেন চারটি মৌসুম; জিতেন দুটি বুন্ডেসলিগা শিরোপা। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানোর পর সেখানে কোচ হিসেবে পান গুয়ার্দিওলাকে। ২০১৬ সালে স্প্যানিশ এই কোচ সিটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তার অধীনেই খেলেন লেভানদোভস্কি।
ইনস্টাগ্রামে ইএসপিএনের লাইভ অনুষ্ঠানে লেভানদোভস্কির কাছে প্রশ্ন ছিল, তার পছন্দের কোচ নিয়ে। প্রথম পছন্দ হিসেবে ক্লপকে বেছে নেন পোলিশ তারকা।
“আমি মনে করি, ইয়ুর্গেন ক্লপ আমার পছন্দ এবং এরপর পেপ গুয়ার্দিওলা। শতভাগ।”
“ক্লপের দুটি রূপ। একদিকে তাকে বাবার মতো মনে হয়, আবার কোচ-ম্যানেজারের মতোও। তিনি সব কিছুই বলতে পারেন-আমি ভালোগুলোর ব্যাপারে বলছি না- খারাপগুলোর ব্যাপারে বলছি।”
ক্লপের অধীনে ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। তাও সেটা রেকর্ড ৭ ম্যাচ বাকি রেখে। খেলোয়াড়দের কতোটা অনুপ্রাণিত করতে পারেন ক্লপ, তুলে ধরেন লেভানদোভস্কি।
“খেলোয়াড়দের জন্যও তিনি বিশাল অনুপ্রেরণা। তিনি বিষয়গুলো নিখুঁত করে তোলেন; কারণ তিনি জানেন সীমানাটা কোথায়, একজন খেলোয়াড়ের কোন দিকটায় আরও বেশি বা কম তাগাদা দিতে হবে।”
“কোচ হিসেবে তার পারফরম্যান্স অসাধারণ। অবশ্য শুধু কোচ হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন