প্রত্যাশার প্রতিদান দিতে দলকে এখন মাঠে প্রমাণ দিতে হবে, বললেন বার্সেলোনা কোচ।
নিজেদের ওয়েবসাইটে সোমবার ২৯ বছর বয়সী এই ফুটবলারের চোট নিশ্চিত করেছে নাপোলি।তার সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, তা জানানো হয়নি। আপাতত নিবিড়ভাবে পর্যবেক্ষণেরাখা হবে তাকে।
সান পাওলোয় গত শনিবার আসরে নিজেদের শেষ লিগ ম্যাচেরশেষ মিনিটে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইনসিনিয়ে। লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়াসেই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি। সব মিলে মৌসুমে তার গোল ১২টি, আটবারকরেছেন গোলে সহায়তা।
আগামী শুক্রবার কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোরদ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্র করেছিলজেন্নারো গাত্তুসোর দল।
পয়েন্ট তালিকার সাতে থেকে লিগ শেষ করলেও ইতালিয়ান কাপজেতায় আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে নাপোলি।