সিটিকে রিয়ালের ‘সতর্কবার্তা’

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে ম্যানচেস্টার সিটির মাঠে। দলটা রিয়াল মাদ্রিদ বলেই এ ব্যাপারে আত্মবিশ্বাসী রাফায়েল ভারানে। ম্যাচের আগে দলের ফরাসি এই ডিফেন্ডার প্রতিপক্ষকে দিলেন কঠিন সতর্কবার্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 11:06 AM
Updated : 3 August 2020, 11:06 AM

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আগামী শুক্রবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটির মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল।

তবে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল টুইটার পেজে রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারানে বলেছেন, ঘুরে দাঁড়াতে দল প্রস্তুত।

“আমরা রিয়াল মাদ্রিদ, প্রতিদিনই আমরা জিততে চাই। আমরা সম্ভাব্য সবকিছু জিততে চাই এবং এই পথে আরও আত্মবিশ্বাস অর্জন করতে চাই।”

“সিটি ম্যাচের আগে আমাদের কোনো ম্যাচ নেই। তাই নিজেদের প্রস্তুত করে নেওয়ার সময় আছে আমাদের। ওই দিন সেরা দলই জিতবে। জয়ের ক্ষুধা ও প্রয়োজনীয় সংকল্প নিয়ে ম্যাচটি খেলতে যাব আমরা।”

ম্যাচটি অবশ্য জিতলেই হবে না রিয়ালের। জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ২-০ বা ৩-১। ভারানেও জানেন কাজটা কঠিন।

“খুব ভালো একটা দলের বিপক্ষে এটা হবে কঠিন একটা ম্যাচ। প্রথম লেগের ম্যাচটি ছিল দুর্দান্ত, দুই দলই প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছিল। ব্যবধান গড়ে দিয়েছিল ছোট ব্যপারগুলো।”