‘মিলানের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ইব্রাহিমোভিচ’

চলতি মৌসুম শেষেই দুই পক্ষের চুক্তির মেয়াদ ফুরাবে। তবে এখানেই যে শেষ নয়, এমন ইঙ্গিত মিলল পাওলো মালিদিনির কথায়। এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর জানালেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 08:54 AM
Updated : 3 August 2020, 08:54 AM

মৌসুমের প্রথম অংশ খুব একটা ভালো যায়নি মিলানের। জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে ইব্রাহিমোভিচ আসার পর বদলে যেতে থাকে দলটি। সুইডিশ স্ট্রাইকার যোগ দেওয়ার পর হারে মাত্র দুটি ম্যাচে।

৩৮ বছর বয়সী ইব্রাহিমোভিচ কি পরের মৌসুমে মিলানে থাকবেন? ক্লাব কিংবদন্তি মালদিনি জানালেন, তাদের দিক থেকে চেষ্টার কমতি থাকবে না।

“আমরা এই মৌসুমে এমন কিছু সৃষ্টি করেছি, যেটার ধারাবাহিকতা থাকা প্রয়োজন। জ্লাতান এই প্রকল্পের অংশ।”

“এই সমঝোতা সহজ হবে না কিন্তু আমরা তাকে নিয়ে এগিয়ে যেতে চাই। তার উপস্থিতিতে দলের আক্রমণভাগ নিয়ে আমরা সন্তুষ্ট। এছাড়া আন্তে রেবিচ, রাফায়েল লেয়াও এবং আর যারা তরুণ আছে, তারা ইব্রাহিমোভিচকে দেখে আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে। এটাই আমাদের চিন্তা-ভাবনা।”

কাইয়ারিকে ৩-০ গোলে হারিয়ে পরের মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে সেরি আর ২০১৯-২০ মৌসুম শেষ করেছে মিলান।

কাইয়ারি ম্যাচ এক গোল করেন ইব্রাহিমোভিচ। এবার ১৮ ম্যাচে মিলানের হয়ে বার্সেলোনার এই সাবেক তারকার গোল হলো ১০টি।

মিলানের হয়ে সব মিলিয়ে তার গোল ৫১টি। প্রথম খেলোয়াড় হিসেবে সান সিরোর দুই দলের হয়ে গোলের হাফসেঞ্চুরি করেছেন তিনি। ২০০৬-০৯ পর্যন্ত ইন্টার মিলানের হয়ে ৫৭ গোল করেছিলেন এই সুইডিশ।