‘মেসিকে কেবল স্বপ্নেই আটকাতে পারতাম’

তারকার কমতি নেই বার্সেলোনা দলে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে লিওনেল মেসি, ভালো করেই জানা আছে জেন্নারো গাত্তুসোর। নাপোলি কোচ খুঁজছেন বার্সেলোনা অধিনায়ককে আটকানোর পথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 04:40 PM
Updated : 2 August 2020, 04:53 PM

আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্র করেছিল গাত্তুসোর দল।

প্রতিপক্ষের মাঠ কাম্প নউয়ে কাজটা আরও কঠিন হবে সেরি আর দলটির জন্য। লক্ষ্য পূরণে অকার্যকর করে রাখতে হবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসিকে। শনিবার জয় দিয়ে সেরি আ অভিযান শেষ করার পর সংবাদ সম্মেলনে নাপোলি কোচ জানালেন, তিনিও নিজেও হয়তো মেসিকে কখনও আটকে রাখতে পারতেন না।

“আমি কেবল স্বপ্নেই তাকে মার্ক করতে পারতাম। অথবা আমি আমার ছেলের প্লে-স্টেশনের খেলায় মিলানের জার্সিতে গাত্তুসোকে সিলেক্ট করতাম, যখন তার ওজন ছিল এখনকার চেয়ে ১৫ বা ২০ কেজি কম।”

বার্সেলোনার বিপক্ষে একাদশ অনেকটাই ভেবে রেখেছেন গাত্তুসো।

“আমার মনে একটা লাইন-আপ ঠিক করা আছে। তবে আগামী দিনগুলোতে খেলোয়াড়রা কীভাবে নিজেদের প্রস্তুত করে তা আমরা দেখব।”

২০১৯-২০ মৌসুমের ইতালিয়ান কাপের শিরোপা জেতা নাপোলি সেরি আ শেষ করেছে সাতে থেকে। পরের আসরে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে শিরোপা জেতাই তাদের একমাত্র পথ।