করোনাভাইরাস মুক্ত চাভি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2020 05:26 PM BdST Updated: 30 Jul 2020 05:26 PM BdST
করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছেন চাভি এরনান্দেস। সুস্থ হয়ে ওঠার কথা নিজেই জানিয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক এই মিডফিল্ডার।
ইন্সটাগ্রামে বুধবার মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে সুস্থতার কথা জানান চাভি। কঠিন সময়ে পাশে থাকাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
“এই কঠিন সময়ে পাশে থাকা ও পাঠানো বার্তার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে জানাতে চাই, আমি সেরে উঠেছি। আমার পরিবারের সঙ্গে বাসায় ফিরেছি এবং আল-সাদ দলের সঙ্গে কাজ শুরু করেছি।”
গত শনিবার চাভির বরাত দিয়েই তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছিল ক্লাব আল-সাদ। এ মাসের শুরুতে কাতারের ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানো কোচ চাভি এরপর ছিলেন আইসোলেশনে।
করোনাভাইরাসের কারণে গত মার্চে স্থগিত হওয়া কিউএসএল গত শুক্রবার আবার শুরু হয়েছে। আইসোলেশনে থাকার কারণে শনিবার আল-খোরের বিপক্ষে আল-সাদের ২-১ গোলে জয়ের ম্যাচে ডাগ-আউটে থাকতে পারেননি চাভি।
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক